মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে রো রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ার ঘটনায় ফেরি ও যানবাহন উদ্ধার অভিযান তৃতীয় দিনের মতো স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। 

বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এসএম সানোয়ার হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উদ্ধার অভিযানের তৃতীয় দিনে ডুবে যাওয়া ফেরির ভেতর থেকে তিনটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার পাঁচটি কাভার্ডভ্যান এবং বুধবার চারটি ট্রাক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ১৪টি যানবাহনের মধ্যে মোট ১২টি যানবাহন উদ্ধার করতে সক্ষম হয়েছে জাহাজ হামজা। এর মধ্যে ছয়টি ট্রাক, পাচঁটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আগামীকাল শনিবার বাকি দুটি যানবাহন উদ্ধারে সকাল ৮টায় উদ্ধার অভিযান শুরু করা হবে।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। পরিদর্শনকালে তিনি ঘটনাস্থলে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দেন এবং ঘটনাস্থল থেকে বের করে দেন। তিনি সাংবাদিকদের সঙ্গে অসদাচারণ করেন। 

পরে এ ঘটনায় সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান। এরপর তিনি ফেরি দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, দুর্ঘটনার পরপরই আমাদের উদ্ধারকারী জাহাজ হামজা যানবাহনগুলো উদ্ধারে কাজ কর যাচ্ছে। তবে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়কে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু এখানে যে জায়গা রয়েছে তাতে প্রত্যয় নড়াচড়া করতে পারবে না এবং উদ্ধার কাজও করতে পারবে না। এখানে নদীর গভীরতাও অনেক কম। এজন্য আমরা উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে  আরেকটি জাহাজ রুস্তমকে নিয়ে আসার পরিকল্পনা করছি। জাহাজটি পাটুরিয়া ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যুক্ত হবে।

ফেরি দুর্ঘটনার তিন দিন পর এ সিদ্ধান্ত কেন জানতে চাইলে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বলেন, আমি জরুরি কাজে বিদেশ ছিলাম। গতকাল রাতে এসেছি। সরকারিভাবে অর্ধেক ডুবে থাকা ফেরি আমানত শাহ উদ্ধার সম্ভব না হলে বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে। ফেরি  উদ্ধারের আগে ডুবে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করা হবে। পরে হয়তো ফেরিটি উদ্ধার করা হতে পারে। 

তবে আজকে সন্ধ্যা নাগাদ উদ্ধারকারী জাহাজ রুস্তম পাটুরিয়ায় দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে যুক্ত হওয়ার কথা থাকলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) জাহাজটি পাটুরিয়ায় এসে পৌঁছায়নি।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহ থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী জাহাজ হামজা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বৃহস্পতিবার(২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধার করে। পরে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে এ ফেরি দুর্ঘটনার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোহেল হোসেন/আরএআর