সেনবাগে গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার
নোয়াখালী জেলা কারাগার
নোয়াখালীর সেনবাগ উপজেলায় গাঁজাসহ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম মাসুদ উপজেলার মোহাম্মদপুর ইউপির উত্তর মোহাম্মদপুর গ্রামের আবদুল ওহাব মিয়া বাড়ির মৃত আবদুল মতিনের ছেলে ও মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। সোমবার দুপুরে জহিরুল ইসলাম মাসুদকে আদালতের মধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন বলেন, আমি বিষয়টি জানি না। খবর নিয়ে পরে জানাব।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন মৃধা বলেন, গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম মাসুদকে সোমবার দুপুরে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। রোববার রাতে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিজ্ঞাপন
এএম