২৩ ঘণ্টা পর কক্সবাজার পৌরসভায় নাগরিক সেবা চালু
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রতিবাদে সব ধরনের নাগরিক সেবা বন্ধের দীর্ঘ ২৩ ঘণ্টা কক্সবাজার পৌরসভায় নাগরিক সেবা চালু করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) দুপুর ২টায় পৌর পরিষদ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাগরিক সেবা পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়।
পৌরসভার প্যানেল মেয়র-১ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, কক্সবাজারের প্রাণপ্রিয় নেতা জনগণের আস্থাভাজন মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায় আমরা রোববার বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য কক্সবাজার পৌরসভার সব নাগরিক সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছিলাম। অবশেষে একটা বৈঠকের মাধ্যমে মামলা প্রত্যাহারের আশ্বাস পেয়েছি। তাই সব কিছু বিবেচনাপূর্বক নাগরিক সেবা চালু করেছি। এখন থেকে নাগরিকরা পৌরসভার সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।
বিজ্ঞাপন
এ সময় পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, মিজানুর রহমান, রুবেল, নারী কাউন্সিলর ইয়াছমিন, জাহেদা আক্তারসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মুহিব/আরএআর
বিজ্ঞাপন