কুড়িগ্রামের চিলমারীতে পারিবারিক কলহের জেরে ১৮ মাসের পুত্রসন্তানকে নিজের কাছে রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন স্বামী। সাত দিন পর পুলিশেরর সহযোগিতায় শিশুসন্তান ফিরে পেল মায়ের কোল। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার বজরা তবকপুর সরদারপাড়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে আখি বেগমের (২১) সঙ্গে তিন বছর আগে চিলমারী উপজেলার কিশামতবানু নালার পাড় এলাকার জাবিউল ইসলামের ছেলে ফরিদুল ইসলামের বিয়ে হয়। ২৪ অক্টোবর সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ করে ১৮ মাসের শিশুসন্তানকে রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সোমবার (০১ নভেম্বর) বিকেলে আখি বেগম থানায় এসে অভিযোগ করেন। তার শিশুসন্তানকে স্বামী জোর করে আটকে রেখেছেন। অনেক চেষ্টা করেও সন্তানকে নিজের কাছে নিতে পারেননি। তার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়। সন্তান মাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা।

জুয়েল রানা/এসপি