সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চিকিৎসা সামগ্রী জব্দ
সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৫ লাখ ৫৬ হাজার ৩১০ টাকা মূল্যের ভারতীয় চিকিৎসা সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল রেখে পালিয়ে যায়। এ কারণে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) সুনামগঞ্জ জেলার মধ্যনগরে মোহনপুর বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. ইউনুছ আলী। ঘটনার দিন তার নেতৃত্বে ৮ সদস্যের একটি টহল দল সীমান্ত পিলার ১১৮৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংপুর নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।
পরে ভারত থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিকিৎসা সামগ্রী জব্দ করে।
বিজ্ঞাপন
এদিকে জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মো. জিয়াউর রহমান/আরআই