ফ‌রিদপু‌রের চরভদ্রাসনে পদ্মা নদী‌তে ধরা পড়েছে ৩৬ কেজি ওজনের বাগাড়। গতকাল বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে শান্ত হালদার (৫৬) না‌মে এক জে‌লের জা‌লে ধরা প‌ড়ে মাছটি। শান্ত হাওলাদার পাবনা জেলার বাসিন্দা হলেও চরভদ্রাসনে বসবাস করেন।

পরে মাছটি আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে চরভদ্রাসন বাজারে ৩৮ হাজার টাকায় বিক্রি করা হয়।

জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল (৩ নভেম্বর) বুধবার রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যান শান্ত হাওলাদার। রাতভর মাছ শিকার করে শেষ রাতের দিকে মাছটি তার জালে ধরা পড়ে। পরে মাছটি তার কাছ থেকে কিনে নেন চরভদ্রাসন বাজারের মাছ ব্যবসায়ী গাজীরটেক ইউনিয়নের বিন্দুডাঙ্গী গ্রামের বাসিদা রিপন মণ্ডল (৩৪)। 

মাছ ব্যবসায়ী রিপন মণ্ডল জানান, ভোর বেলা গোপালপুর ফেরি ঘাট এলাকা থেকে তিনি মাছটি ক্রয় করেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল বেলা মাছটি কেটে ১৯ ভাগে ভাগ করে চরভদ্রাসন বাজারে বিক্রী করেছেন। প্রতি ভাগ মাছ ২ হাজার টাকা করে মোট ৩৮ হাজার টাকায় বিক্রী করেছেন।

চরভদ্রাসনের লোহারটেক গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী হায়দার বিশ্বাস (৪৬) বলেন, এ জাতীয় মাছ আমাদের পদ্মা নদীতে মাঝে মাঝে ধরা পড়ে। অন্যান্য মাছের চেয়ে পদ্মা নদীর এসব বড় মাছে আলাদা স্বাদ আছে যা না খেলে অনুভব করা যায় না।

জহির হোসেন/আরআই