কুমিল্লা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
তিন দিন পর কুমিল্লার তিনটি বাসস্ট্যান্ড থেকে আংশিকভাবে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরপর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কিছু বাস ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যেতে দেখা যায়। তবে সড়কে বাস কম থাকায় যাত্রীদের এখনো ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
প্রিন্স পরিবহনে কুমিল্লা বিশ্বরোড থেকে ঢাকা যাচ্ছেন জাকির হোসেন। তিনি বলেন, আগে ১৫০ টাকা দিয়ে ঢাকা যেতাম। তবে আজ ২২০ টাকা নিয়েছে। জরুরি প্রয়োজন আছে তাই ঢাকা যেতে হচ্ছে।
বিজ্ঞাপন
তিশা প্লাস পরিবহনের চালক মাসুদ জানান, আগে বিশ্বরোড থেকে ঢাকায় ১৬০ টাকা নিতাম। এখন ১৮০ টাকা নিচ্ছি।
কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ বলেন, সোমবার থেকে পুরোদমে বাস চলাচল করবে। তবে আজ আংশিকভাবে কিছু বাস চলাচল শুরু হয়েছে। বিভিন্ন দূরত্বের বাস ভাড়ার তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা তৈরি হলে নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ বেশি টাকা আদায় করতে পারবে না।
বিজ্ঞাপন
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিবহন ভাড়া সমন্বয়ের দাবিতে গত শুক্রবার (৫ নভেম্বর) থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করে দেন মালিক-শ্রমিকরা। রোববার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসেন পরিবহন মালিক সমিতির নেতারা।
সেখানে দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণী কমিটি। একইভাবে মহানগর এলাকার বাসভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বাসের সর্বনিম্ন ভাড়া ৭ টাকা থেকে ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে ৮ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
সভা শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ সারা দেশে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, আমরা ধর্মঘট প্রত্যাহার করলাম।
অমিত/আরএআর/জেএস