সিলেট মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধে অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার (৯ নভেম্বর) নগরের আম্বরখানা, পাঠানটুলা, মদীনা মার্কেট ও ঘাসিটুলা এলাকাসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়। 

অভিযানে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া দুই মোটরসাইকেল আরোহীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং ৬৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে অভিযানকালে আম্বরখানা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও সরকারি কাজে বাধা দেন দুই মোটরসাইকেল আরোহী মাজেদ আহমদ (২৭) ও তারেক আহমদ (৩০)। এ সময় তাদেরকে আটকের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মতিউর রহমান খান। পরে তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আরএআর