অস্ত্র মামলায় ভারতীয়সহ দুজনের ২০ বছরের কারাদণ্ড
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অস্ত্র মামলায় ভারতীয় নাগরিকসহ দুইজনকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ নভেম্বর) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের আলীপুর জেলার জয়গা থানার ঝরনাবস্তি এলাকার বাবুল মিয়ার ছেলে আমিনুর মাতব্বর (৩০) ও পাটগ্রামের জগেতবের ইউনিয়নের শাহআলমের ছেলে আব্দুর রশিদ (৩২)।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রামের পশ্চিম জগতবেড় এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। ওই সময় তাদের আটক করে শরীর তল্লাশি করলে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে পুলিশ। এছাড়াও আব্দুর রশিদের কাছ থেকে আরও ৩৫ রাউন্ড গুলি ভারতীয় ৫০ রুপি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাটগ্রাম থানায় মামলা দায়ের করে গ্রেফতারদের লালমনিরহাট আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। দীর্ঘদিন পর আজ বিচারক মিজানুর রহমান তাদের ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
পাটগ্রাম থানার ওসি ওমর ফারক জানান, অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় ২০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এই ঘটনায় কারা জড়িত রয়েছেন তাদের চিহ্নিত করতে মাঠপর্যায়ে পুলিশ কাজ করছে।
নিয়াজ আহমেদ সিপন/এমএসআর