ভোটারদের ব্যাপক উপস্থিতির মধ্যদিয়ে শেরপুরে ভোটগ্রহণ শুরু। সদর উপজেলার ১৪ ইউনিয়নের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। যেখানে ১৫০ ভোটকেন্দ্রের ৭৩৪ ভোটকক্ষে ৩ লাখ ১৯ হাজার ৮৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে ৪৩ জন চেয়ারম্যান, ৫৩৪ জন ইউপি সদস্য ও ১৯৬ জন সংরক্ষিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, সদর উপজেলা ইউপি নির্বাচনে ৩ স্তরের নিরাপত্তা মাঠে কাজ করছে। পুলিশের পাশাপাশি, আনসার সদস্য, বিজিবি ও র‍্যাব সদস্যরা প্রতিটি কেন্দ্রে রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াজ্জামামান তালুকদার ঢাকা পোস্টেকে বলেন, ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখানে কোনো পেশীশক্তির ব্যবহার থাকবে না। এছাড়াও ইউ‌পি নির্বাচ‌ন সুষ্ঠুভা‌বে প‌রিচালনা কর‌তে নির্বাচনী মাঠে নিবার্হী ম্যাজি‌স্ট্রেট কাজ করছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ ঢাকা পোস্টকে জানান, নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সৌরভ/এমএসআর