বক্তব্য রাখছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম কুড়িয়ে এনেছে সুনামগঞ্জ ও সিলেট। দেশের লোকসংস্কৃতির ঐতিহ্য দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। দেশকে বিশ্বের কাছে তুলে ধরছে এই দুই জেলার সুনাম।

তিনি আরও বলেন, হাছন রাজা, আব্দুল করিম, রাধারমণসহ অসংখ্য গুণী শিল্পীদের গানের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরেছে। তাদের এই ঐতিহ্য ধরে রাখতে দ্রুত জগন্নাথপুরে রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে হবে।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  এসব কথা বলেন প্রতিমন্ত্রী কেএম খালিদ। এ সময় রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন উপলক্ষে স্থানীয় শিল্পীদের ধামাইল গান ও নাচ উপভোগ করেন তিনি।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল প্রমুখ।

সাইদুর রহমান আসাদ/এমএসআর