কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে একযোগে ১০০ ফানুস উড়িয়েছেন তার ভক্তরা। ‘হিমু পরিবহন’ নামে এক সংগঠনের উদ্যোগে শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে স্টেশন-সংলগ্ন পৌর মাঠে এই ফানুস উৎসবের আয়োজন করা হয়।

এর আগে হুমায়ূনের জন্মদিনে শনিবার দুপুরে অর্ধশতাধিক পথশিশুকে খাবার বিতরণ, বিকেলে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিম হিমু পরিবহন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবৃত্তিকার ও সংগঠক প্রলয় জামান, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের নাট্যকর্মী সুব্রত কুমার, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।

আয়োজকরা জানান, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একদল ভক্তকে নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে টিম হিমু পরিবহন নরসিংদী। এরপর থেকে ক্যানসার সচেতনতাসহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে আসছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে শনিবার কথাসাহিত্যিকের ৭৩তম জন্মদিনে ক্যানসার সচেতনতায় লিফলেট বিতরণসহ এই ব্যতিক্রমী উদ্যোগ হাতে নেওয়া হয়।

আবৃত্তিকার ও সংগঠক প্রলয় জামান বলেন, হুমায়ূন-ভক্তদের এমন আয়োজন প্রশংসনীয়। হুমায়ুন আহমেদ স্যারের ভক্তদের এ রকম ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের মাঝে তিনি বেঁচে থাকবেন চিরকাল।

হিমু পরিবহন নরসিংদীর জ্যেষ্ঠ সদস্য ফেরদৌসী রহমান পুষ্প বলেন, স্যারের ৭৩তম জন্মদিনকে স্মরণীয় রাখতে অসহায় বাচ্চাদের খাবার বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি ফানুশ উৎসবটাও করি। স্যার ফানুস ওড়াতে পছন্দ করতেন। আমাদেরও অনেক প্রিয় ফানুশ। সবার উপস্থিতিতে এবার চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে।

এ সময় অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাকিবুল ইসলাম/এনএ