প্রতীকী ছবি

গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন।

তিনি জানান, মনিপুর বাজার এলাকায় ইউটা স্পিনিং মিলের তুলার গুদামে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

আগুনে টিনশেডের তৈরি গুদাম ও তুলা পুড়ে গেছে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তাশারফ হোসেন। 

শিহাব খান/আরএআর