ফরিদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাইন্স হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। প্রথম দিনে টিকা পেয়েছেন ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ২৬৪ জন শিক্ষার্থী। তারা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠেয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। 

জানা গেছে, ফরিদপুরে শিক্ষার্থীদের মধ্যে প্রথমে এইচএসসি পরীক্ষার্থীদের এ টিকা প্রদান করা হবে।  সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো। এ সময় জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে ফরিদপুর পুলিশ লাইন্স হাসপাতালে গিয়ে ছাত্রীদের দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে অপেক্ষা করে করে টিকা নিতে দেখা গেছে। এ সময় তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। 

টিকা নিতে আসা সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, আমাদের জাতীয় পরিচয়পত্র না হওয়ায় আমরা আগে টিকা পাইনি। কলেজ থেকে আমাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হচ্ছে। টিকা পেয়ে ভালো লাগছে।

আরেক শিক্ষার্থী বনি আক্তার বলেন, এখানে অনের ভিড়। তবে ফাইজারের টিকা পাচ্ছি এতে খুশি লাগছে। শুনেছি ফাইজারের কার্যকারিতা বেশি।

সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী গোলাম মোস্তফা বলেন, চলতি বছর আমাদের কলেজ থেকে ১ হাজার ৩০৫ জন ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আজ ২৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে টিকা দেওয়া হবে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। গতকাল সোমবার (১৫ নভেম্বর) রাতে ৩ হাজার ১২০টি ভায়াল ফাইজারের টিকা এসেছে। এ দিয়ে ১৮ হাজার ৭২০ জনকে টিকা দেওয়া যাবে। 

তিনি বলেন, প্রথমে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

জহির হোসেন/আরএআর