ফরিদপুরে সোনালী ব্যাংকের আঞ্চলিক প্রধান শাখা থেকে নাজমা বেগম (৪৭) নামে এক স্কুল শিক্ষিকার ১০ লাখ টাকা খোয়া গেছে। গতকাল (বুধবার) দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় এ ঘটনা ঘটে। 

ব্যাংকের ভেতর থেকেই এক ব্যক্তি ছোঁ মেরে টাকার ব্যাগ নিয়ে যান। টাকা খোয়া যাওয়া শিক্ষিকার নাম নাজমা বেগম। তিনি ফরিদপুর সদরের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।  তার গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুরের বেড়া গ্রামে।

নাজমা বেগম বলেন, আমি ১০ লাখ টাকা জমা দিতে দুপুরে ব্যাংকে যাই। ব্যাগটা পাশেই রেখে আমি স্লিপে লিখছিলাম। হঠাৎ এক ব্যক্তি ব্যাগটা ছোঁ মেরে নিয়ে চলে যায়। আমি কিছু বুঝে ওঠার আগেই সে পালিয়ে যায়।

ফরিদপুর করপোরেট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর শনাক্ত করার চেষ্টা চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, শিক্ষিকার টাকা উদ্ধারের চেষ্টা চলছে। ব্যাংকের ভেতরে ঘটনা ঘটায় আশা করছি সহজেই সিসি টিভি ফুটেজ দেখে আমরা চোরকে সনাক্ত করতে সক্ষম হবো।

জহির হোসেন/এনএফ