নেত্রকোনার বারহাট্টা উপজেলায় জমিতে পানি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথা-কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাইকে লাঠি দিয়ে আঘাত করেন বড় সৎভাই। গুরুতর আহত ছোট ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মারা যান।

নিহত ব্যক্তির নাম পলাশ মিয়া (৩০)। তিনি বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের গোড়াউন্দ গ্রামের বাসিন্দা রফ মিয়ার ছেলে।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমিতে পানি দেওয়া নিয়ে শুক্রবার বেলা দেড়টার দিকে পলাশ মিয়ার কথা-কাটাকাটি হয় তার বড় সৎভাই আল আমিনের সঙ্গে। এ সময় আল আমিন উত্তেজিত হয়ে ছোট ভাই পলাশকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এতে পলাশ গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা একপর্যায়ে পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।

বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. জিয়াউর রহমান/এনএ