পাবনায় কনস্টেবল পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আনিছুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। 

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক আনিছুর রহমান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরচিথুলিয়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। তিনি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। 

পুলিশ সুপার মহিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি চক্র জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের কথা বলে লোকজনের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। পরে শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সিরাজগঞ্জে অভিযান চালিয়ে আনিছুর রহমানকে আটক করে।  

তিনি জানান, আনিছুর প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার নাম করে বড় অংকের টাকা হাতিয়ে নেন। এছাড়াও নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করে সাধারণ চাকরি প্রার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে প্রতারণা করেন। তিনি পাবনার বেড়া থানার একজন চাকরি প্রার্থীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদ ২০ হাজার টাকা ও দুই লাখ টাকার চেক হাতিয়ে নেন। এছাড়াও ছয় লাখ টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করেন। 

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন আনিছুর রহমান। এর আগেও বিভিন্ন সময় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এই প্রতারক মানুষের কাছ থেকে টাকা আদায় করেছেন। তার নিকট থেকে বিভিন্ন ব্যাংকের চেক এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আনিছুর রহমানের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে। 

রাকিব হাসনাত/আরএআর