সিলেট বিভাগে ৫ দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবার (২২ নভেম্বর) সকাল থেকে শহরের মল্লিকপুর বাস টার্মিনালে বন্ধ রয়েছে সব ধরনের বাস। 

পুলিশি হয়রানি বন্ধ, সেতুর টোল প্রত্যাহার, পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে সিলেট বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সুনামগঞ্জসহ বিভাগের চার জেলায় এ ধর্মঘট পালন করছে। 

অনির্দিষ্টকালের কালের এ ধর্মঘটে বিভাগের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জের মানুষও বিপাকে পড়েছে। ধর্মঘটে ভুক্তভোগী মিনারা খাতুন সদর উপজেলার আসাউরার বাসিন্দা। মৌলভীবাজারের একটি ইটভাটার শ্রমিক তিনি। ছুটিতে বাড়ি এসেছিলেন। আজ কর্মস্থলে ফেরার কথা ছিল তাই সকালে দুই বাচ্চাকে নিয়ে বাড়ি থেকে বের হন। মল্লিকপুর বাস স্টেশনে এসে জানতে পারেন আজ পরিবহন ধর্মঘট। যান চলাচল বন্ধ। এতে হতাশ হয়ে তিনি সেখানেই বসে পড়েন।

মিনারা বলেন, দুই বাচ্চাকে নিয়ে বাস স্টেশনে বসে আছি। আজকে যেকোনোভাবে যেতে হবে। নয়ত ঝামেলায় পড়ে যাব। তাই বাস স্টেশনে বসে অপেক্ষা করছি। যদি কোনোভাবে যাওয়া যায়। ঘণ্টাখানেক বসেও কোনো বাহনের দেখা পাইনি।

তাহিরপুরের বাসিন্দা মো. সামছুল ইসলাম বলেন, আমরা ছাতকে যাবো। চাকরি করি। আজকে যেতে না পারলে বেতন কাটবে।

আরেক ভুক্তভোগী ইকবাল বলেন, আমরা ভৈরব যাওয়ার জন্যে আসছিলাম। এখন দেখি কাউন্টার বন্ধ। আগে যদি জানতাম তাহলে আসতাম না। শুধু টাকাই খরচ হলো। কিছু করার নেই। বাড়ি ফিরে যাব।

সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম জানান, ৫ দফা দাবি আদায়ের লক্ষে সুনামগঞ্জ জেলায় ধর্মঘট চলছে। একইসঙ্গে সিলেট পরিবহন শ্রমিক ফেডারেশনের ধর্মঘটকেও সমর্থন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

সাইদুর রহমান আসাদ/আরআই