উন্নয়নকাজ করার সময় জনভোগান্তি যেন না হয় : মেয়র টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে যে উন্নয়ন চলছে, তা চলতেই থাকবে। করোনার প্রভাবে দেড় বছর উন্নয়ন কাজ কিছুটা ধীরগতিতে চললেও এখন তা পুরোদমে চলমান রয়েছে। নগরীর প্রতিটি নাগরিক এই উন্নয়নের সুফল ভোগ করবেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর কলেজ রোড এলাকার একটি আরসিসি সড়কের নির্মাণকাজের উদ্বোধনকালে মসিক মেয়র এসব কথা বলেন। নগরীর টাউন হল মোড় থেকে আনন্দমোহন কলেজ গেট পর্যন্ত ৪২৭ মিটার দৈর্ঘ্য এ সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬০ লাখ টাকা।
বিজ্ঞাপন
মেয়র টিটু আরও বলেন, উন্নয়নকাজ করার সময় জনভোগান্তি যেন না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। আবার একই সঙ্গে নাগরিকদেরকেও সহনশীল আচরণ করতে হবে। সড়ক নির্মাণ চলাকালে নির্মাণকাজকে ক্ষতিগ্রস্ত করে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
এ সময় মসিকের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম শফিক, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা আক্তার, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিয়াজ মোর্শেদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
উবায়দুল হক/আরএআর