নোয়াখালীর সেনবাগে ভাড়াটে সন্ত্রাসী সন্দেহে তিনটি মাইক্রোবাস থেকে ২৩ জন যুবককে আটক করেছে পুলিশ। 

শনিবার রাত ১০টার দিক উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী। তিনি এও নিশ্চিত করেছেন যে, আটকরা স্থানীয় বাসিন্দা নন। 

ওসি মো. ইকবাল হোসেন বলেন, আটকরা সেনবাগ উপজেলার সীমান্তবর্তী উপজেলার বাসিন্দা। ২৮ নভেম্বরের  ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টি করার জন্য তারা জড়ো হয়েছেন। তাদের পরিচয় ও তথ্য নিশ্চিত হওয়ার পর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

হাসিব আল আমিন/আরএইচ