টাঙ্গাই‌লের ঘাটাই‌ল পৌরসভার ঝড়কার এমএ সাত্তার খান ম‌ডেল স্কুল কেন্দ্রে নৌকায় জোরপূর্বক ভোট নেওয়ায় এ‌জেন্ট‌কে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। প‌রে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হো‌সেন ওই এ‌জেন্ট‌কে কেন্দ্র থে‌কে বের ক‌রে দেন। রোববার (২৮ ন‌ভেম্বর) দুপুর দেড়টার দি‌কে এ ঘটনা ঘটে।

এ‌দি‌কে ভোটারদের সারি দীর্ঘ থাকায় ধীরগ‌তি‌তে চলছে ভোটগ্রহণ। ফ‌লে দীর্ঘ সময় ধ‌রে লাই‌নে দাঁড়ি‌য়ে ভোটাররা তাদের ভোটা‌রাধিকার প্রয়োগ কর‌ছেন।

নারী ভোটার নাস‌রিন ব‌লেন, সকাল ১০টায় ভোট দিতে লাই‌নে দাঁড়ি‌য়ে‌ছি। এখন দুপুর। এখনও লাই‌নে দাঁড়ি‌য়ে আ‌ছি। কখন ভোট দিতে পার‌বে জা‌নি না। 

ওই কে‌ন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত পোলিং অ‌ফিসাররা জানান, যারা ভোট দি‌তে আস‌ছেন তা‌দের অ‌নে‌কের আঙুলের ছাপ আস‌ছে না। আবার অ‌নেক নারী ভোটা‌রের হা‌তে মে‌হেদী লাগা‌নো। তাই ভোট নি‌তে দে‌রি হ‌চ্ছে।
 
ওই কে‌ন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাফর উল্লাহ ব‌লেন, পুরুষ ওয়া‌র্ডের ৩ নং ক‌ক্ষে নৌকার এ‌জেন্ট হৃদ‌য়ের বিরু‌দ্ধে অপর এ‌জেন্ট অ‌ভি‌যোগ করায় তা‌কে ব‌হিষ্কার ক‌রে কেন্দ্র থে‌কে বের ক‌রে দেওয়া হ‌য়েছে। 

তি‌নি আ‌রও ব‌লেন, ভোটাররা স্বাচ্ছন্দ্যে তা‌দের ভোটা‌রাধিকার প্রয়োগ কর‌ছেন। ই‌ভিএ‌মে ভোট হওয়ায় ভোট দি‌তে আসা অ‌নে‌কের হা‌তের আঙুলের ছাপ আ‌সে না। ফ‌লে ভোটগ্রহণে কিছুটা সময় লাগ‌ছে। 

ঘাটাইল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হো‌সেন ব‌লেন, ভোটাররা ঠিকভা‌বেই তা‌দের ভোটা‌রাধিকার প্রয়োগ কর‌ছে। ই‌ভিএ‌মে ভোট নেওয়ায় কিছুটা বিলম্ব হ‌চ্ছে। কে‌ন্দ্রের ভেতর যতক্ষণ ভোটার থাক‌বে ততক্ষণ ভোট চল‌বে।

অভিজিৎ ঘোষ/এসপি