টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে চেয়ারম্যান প‌দে একজন প্রার্থী এক কে‌ন্দ্রে এক‌টি ভোট পে‌য়ে‌ছেন। উপ‌জেলার সল্লা ইউ‌নিয়‌নে কৃষক শ্রমিক জনতা লী‌গ ম‌নোনীত প্রার্থী ফারুক হো‌সেন গামছা প্রতী‌কে এক ভোট পে‌য়ে‌ছেন। এতে ওই প্রার্থী তার জামানত হারাবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে নির্বাচন কর্মকর্তা।

এ‌দি‌কে ওই ইউ‌নিয়‌নে নৌকা প্রতী‌কের প্রার্থী মো. আব্দুল আলীম বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছে। তি‌নি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হি‌সে‌বে নির্বা‌চিত হ‌লেন।

আরও পড়ুন : বাবার পরে মা, এবার সেই ইউপিতে মেয়ে চেয়ারম্যান

রোববার (২৮ ন‌ভেম্বর) সল্লা ইউ‌নিয়‌নের দেউপুর সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যাল‌য় কে‌ন্দ্রে গামছা প্রতী‌কে ফারুক হো‌সেন এক ভোট পান। এ ছাড়া তার নিজ গ্রাম আনা‌লিয়াবা‌ড়ি কে‌ন্দ্রে ভোট পান ছয়টি।

কৃষক শ্রমিক জনতা লী‌গের ম‌নোনীত গামছা প্রতী‌কের প্রার্থী ফারুক হো‌সেন ঢাকা পোস্টকে ব‌লেন, গত ১৫ ন‌ভেম্বর অনানুষ্ঠা‌নিকভা‌বে নির্বাচন থে‌কে স‌রে দাঁড়িয়ে‌ছি। পোস্টার ছাপা‌নো হ‌লেও তা কোনো জায়গায় লাগা‌নো হয়‌নি। ভো‌টের মা‌ঠেও ছিলাম না। তাই হয়ত কোনো কোনো কে‌ন্দ্রে ক‌য়েক‌টি ভোট প‌ড়ে‌ছে।

আরও পড়ুন : ঈশ্বরদীতে চেয়ারম্যান হলেন জামাই-শ্বশুর

তি‌নি আ‌রও ব‌লেন, দেউপুর কে‌ন্দ্রে এক‌টি ভোট প‌ড়ে‌ছে ব‌লে জে‌নে‌ছি। এছাড়া আমার নিজ এলাকা আনা‌লিয়াবা‌ড়ি‌ কে‌ন্দ্রে ৫-৬টি ভোট গামছা প্রতী‌কে প‌ড়ে‌ছে। হয়ত কেউ ভালোবে‌সে এই ভোট দি‌য়ে‌ছেন।

কা‌লিহাতী উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন ব‌লেন, এক‌টি ইউ‌নিয়‌নের কা‌স্টিং ভো‌টের শতকরা ১২ শতাংশ ভোট না পে‌লে ওই প্রার্থীর জামানত বা‌তিল হ‌বে। সল্লা ইউ‌নিয়‌নে নৌকা প্রার্থী বেসরকা‌রিভা‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছে। গামছা প্রতী‌কে ক‌য়েক‌টি ভোট প‌ড়ে‌ছে। ত‌বে পু‌রো ফলাফল এখনও পাওয়া যায়‌নি।

অভিজিৎ ঘোষ/এসপি