এইচএসসি পরীক্ষার প্রথমদিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ৬৮৪ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বোর্ডের আওতায় রাজশাহী বিভাগের আট জেলার ২০০ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এইদিন পরীক্ষায় শৃঙ্খলাবর্হিভূত কোনো কর্মকাণ্ড নেই। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও। স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা। 

সন্ধ্যায় রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ২০০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষায় মোট ৩৭ হাজার ৭৩৯ জনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসেছে ৩৭ হাজার ৫৫ জন। প্রথমদিনেই অনুপস্থিত ৬৮৪ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৮৪ শতাংশ।

প্রথম দিন সব চেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল রাজশাহীর ৪০ কেন্দ্রে ১৫৫ জন। এ ছাড়া নওগাঁর ২৬ কেন্দ্রে ১০৪, বগুড়ার ৩২ কেন্দ্রে ৮৭, পাবনার ২৬ কেন্দ্রে ৮২, নাটোরের ২০ কেন্দ্রে ৮১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ৬১ জন এবং জয়পুরহাটের ১২ কেন্দ্রে ৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর জানিয়েছে, রাজশাহী বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ১ লাখ ৫০ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ৭৯৫১৭ জন ছাত্র এবং ৭১২২৮ জন ছাত্রী। এবার নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৩৯ হাজার ৫৮৯ জন। এ ছাড়া ১০ হাজার ৮৩৯ জন অনিয়মিত, ২৭০ জন মানোন্নয়ন এবং ৪৭ জন প্রাইভেট পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
 
এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৭ হাজার ৯৯১ জন। এ ছাড়া মানবিকে ৯৫ হাজার ২৬০ জন, ব্যবসায় শিক্ষায় ১৭ হাজার ৩৬৬ জন, ইসলামিক স্টাডিজে ১০৮ জন, গার্হস্থ্য অর্থনীতিতে ১৪ জন এবং সংগীতে ৬ জন পরীক্ষার্থী রয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/আরআই