সাভারে ডিস ব্যবসায়ীর ব্যবসা দখল, হত্যাচেষ্টা ও বিদেশি পিস্তল দিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ৫ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৪ ডিসিম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। আসামিরা সবাই সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে জানা গেছে।

গ্রেফতাররা হলেন সাভারের আইচানৌদ্দা এলাকার মৃত জাকারিয়ার ছেলে ইউনুস পারভেজ (৩৯), চান মিয়ার ছেলে রাজিব শেখ (৩০), নিয়ামতের ছেলে উজ্জল শেখ (৩৫), মীর হোসেনের ছেলে খোরশেদ আলম (৪০) ও আব্দুর সাত্তারের ছেলে আবুল কালাম আজাদ (৩৮)।

পুলিশ জানায়, ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ডিস লাইনের ক্যাবল কেটে ব্যবসা দখলের চেষ্টা করেন ইউনুস পারভেজ। পরে জাহাঙ্গীর আলম বাসা থেকে বের হলে বিদেশি পিস্তল দিয়ে হত্যার চেষ্টা করেন। পরে তিনি র‌্যাব-৪ কে জানালে সাভারের আইচানৌদ্দা এলাকার জলিল টাওয়ারের নিচ তলায় ইউনুস পারভেজের অফিসে অভিযান চালানো হয়।

এ সময় ৫ জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে গতকাল সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব-৪। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান রাসেল ঢাকা পোস্টকে বলেন, আসামমিদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তারা সবাই অস্ত্রধারী সন্ত্রাসী।

মাহিদুল মাহিদ/এমএসআর