মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক এটিএম কামাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিস থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা। 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।   

২০১১ সালে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরুর পর এটি হচ্ছে তৃতীয় নির্বাচন। প্রথমবার ৯টি ওয়ার্ডে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট হয়। ২০১৬ সালে সব কেন্দ্রে ব্যালট পেপারে এবং এবার ভোট হবে ইভিএমে। প্রথমবার নির্দলীয় প্রতীকে ভোট হয় এ সিটিতে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন চালুর পর এটি দ্বিতীয় নির্বাচন হতে যাচ্ছে। 

মনোনয়নপত্র নেয়ার পর সাখাওয়াত বলেন, আমি মনোনয়ন নিয়েছি। নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে কীনা তা নিয়ে ভোটারদের শঙ্কা আছে। যদি মানুষ রায় দিতে পারে তবে নারায়ণগঞ্জবাসী তাদের রায়ে আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। 

মনোনয়নপত্র নিয়ে বের হয়ে এটিএম কামাল জানান, আমার দলের পক্ষ থেকে নির্বাচনে না গেলে আমি স্বতন্ত্র নির্বাচন করব। দেশে নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়েছে এই আওয়ামী লীগ। তবুও আমি নির্বাচনে টেস্ট কেস হিসেবে অংশ নিচ্ছি যদি মানুষ তাদের রায় দিতে পারেন তবে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে।

রাজু/এমএএস