নেত্রকোনায় দুই বাসের চাপায় খোরশেদ আলম (৪০) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) দুপুর জেলা শহরের পারলা এলাকার আন্তঃজেলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোগলটোলা গ্রামের ইমাম আলীর ছেলে। খোরশেদ আলম নেত্রকোনা-ঢাকা রুটের শাহজালাল পরিবহন সার্ভিসে সুপারভাইজারের হিসেবে কর্মরত ছিলেন। 

নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাখাওয়াত হোসেন জানান, খোরশেদ আলম দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ডের ভেতর একটি পার্কিং করা বাসের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় নেত্র পরিবহনের ‘সিয়াম-শারমিন’ নামে বাসের চালক বাসটিকে স্ট্যান্ডের ভেতর থেকে মূল সড়কে নেওয়ার সময় খোরশেদ আলম দুই বাসের মাঝখানে চাপা পড়েন। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জিয়াউর রহমান/আরএআর