প্রতীকী ছবি

খুলনায় মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে এ মামলার অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মোহাম্মদ শাহাঙ্গীর আলম ও মৃত আব্দুল খালেকের ছেলে শাহাব উদ্দিন।

আদাল‌তের বেঞ্চ সহকারী শু‌ভেন্দু রায় চৌধুরী জানান, ২০১২ সা‌লের ১৩ মার্চ বি‌কেলে খুলনা থানা হেলাতলা মোড়ে চেক‌পোস্ট বসায়। এ সময় ম‌জিদ ঢালীর চা‌য়ের দোকা‌নের সাম‌নে দুইজনের গ‌তি‌বি‌ধি পু‌লি‌শের স‌ন্দেহ হ‌লে তা‌দের দাঁড়া‌নোর জন্য বলা হয়।

কিন্তু তারা সে‌টি না ক‌রে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে ব্যর্থ হয়। দেহ তল্লা‌শি ক‌রে শাহাঙ্গী‌রের নিকট থে‌কে ১০ গ্রাম ও শাহাব উ‌দ্দি‌নের কাছ থে‌কে ১০০ গ্রাম হে‌রোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন খুলনা থানার পিএসআই আমিরুল ইসলাম বাদী হ‌য়ে থানায় মাদক আই‌নে মামলা ক‌রেন।

পু‌লিশি জিজ্ঞাসাবা‌দে গ্রেফতার হওয়া দুইজন স্বীকার ক‌রেন, তারা জ‌নৈক শহীদ না‌মের এক ব‌্যক্তির নিকট এ হেরোইন পৌঁছে দি‌তে য‌শোর থে‌কে খুলনায় এ‌সে‌ছিল। প‌রে তা‌দের স্বীকা‌রোক্তি মোতা‌বেক শহীদ‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

একই বছ‌রের ১ ন‌ভেম্বর খুলনা থানার সহকারী ক‌মিশনার মোল্লা আজাদ হো‌সেন তা‌দের তিনজ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। এ মামলার আসা‌মি শহী‌দের বিরু‌দ্ধে আদাল‌তে রাষ্ট্রপক্ষ অ‌ভি‌যোগ প্রমাণ কর‌তে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দি‌য়ে‌ছেন।

মোহাম্মদ মিলন/এমএসআর