এক দিনে ৩ বার হামলার শিকার, হাসপাতালে ভর্তি চেয়ারম্যান প্রার্থী
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম খান আজাদকে (আনারস প্রতীক) কুপিয়ে জখম করা হয়েছে। প্রতীক পাওয়ার পর থেকে তিনি তিন বার হামলার শিকার হলেন।
বুধবার (০৮ ডিসেম্বর) রাতেও দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এতে তার বাম হাত মারাত্মক জখম হয়। একইদিন বিকেলে গণসংযোগ চলাকালে তিনি হামলার শিকার হন। আজাদ দত্তপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল ইসলাম আজাদ বলেন, নৌকার প্রার্থীর কর্মীরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। প্রতীক পাওয়ার পর থেকে তিনবার আমার ওপর হামলা চালানো হয়। নৌকার কর্মীরাই আমার ওপর হামলা চালিয়েছে। তবে কাউকে চিনতে পারেননি তিনি।
জানা যায়, ৭ ডিসেম্বর চতুর্থ ধাপে দত্তপাড়া ইউপি নির্বাচনের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ওই রাতেই চেয়ারম্যান প্রার্থী আজাদের ওপর হামলা চালানো হয়। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে পরদিন তিনি বিকেলে গণসংযোগে নামেন। দত্তপাড়া বাজারে গণসংযোগ চলাকালে নৌকার কর্মীরা তাকে বাধা দেয়। ওই সময় তাকে মারধরও করা হয়েছে।
বিজ্ঞাপন
হামলার ঘটনায় রাতে থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে দুর্বৃত্তরা ফের তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাতে আঘাত করে মারাত্মক জখম করা হয়েছে। পেছন থেকে হামলা করায় আজাদ কাউকে চিনতে পারেননি।
তবে নৌকার প্রার্থী এটিএম কামাল উদ্দিন বলেন, আজাদকে কে বা কারা মারধর করেছে তা আমার জানা নেই। আমার কোনো কর্মী এ হামলার সঙ্গে জড়িত নয়। ভোটের মাঠে আমাকে হেয় করতে আজাদ মিথ্যা অভিযোগ তুলছে। নির্বাচনী প্রচারণায় কাউকে বাধা দেওয়া হচ্ছে না।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দত্তপাড়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনাটি কেউ আমাকে জানায়নি। প্রার্থী নিজেও আমাকে কিছু বলেননি। নির্বাচনী আচরণবিধি রক্ষার্থে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। হামলার শিকার প্রার্থী তাদের কাছে অভিযোগ করতে পারেন।
প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নসহ ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে।
হাসান মাহমুদ শাকিল/এসপি