বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে পাবনার চাটমোহর থানার সফল জননী হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছা : নূরুন্নাহার। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে তার হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম। 

চার ছেলে ও এক মেয়ের জননী নূরুন্নাহার। বড় ছেলে আবু সাঈদ মেরিন একাডেমি থেকে পাস বরে একটি প্রাইভেট সিপিং কোম্পানিতে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, মেঝো ছেলে আবু নঈম অর্থনীতিতে অনার্স এবং মাষ্টার্স শেষ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছেন তৃতীয় ছেলে আবু সাদাত। স্পোর্টস ইনচার্জ হিসেব কাজ করছেন মাছরাঙা টেলিভিশনে। ছোট ছেলে আবু জাফর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে কানাডা প্রবাসী। একমাত্র মেয়ে নাসরিন নাহার পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এরপর পিএইচডি করেছেন জাপানে। চাকরিও করছেন সেখানে। 

জয়িতাদের সম্মাননা প্রদান এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেগম সাজেদা রহমান, শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম ও সাংবাদিক হেলালুর রহমান জুয়েল।

সফল জননী ছাড়া আরও তিনটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করে চাটমোহর মহিলা বিষয়ক অধিদপ্তর। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সীমা খাতুন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সিমা খাতুন এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য লতা খাতুনকে পুরস্কৃত করা হয়।

এমএইচ