নৌকার অফিস ভাঙচুর করে যেতে হলো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে
নোয়াখালীতে নৌকার অফিস ভাঙচুরে অভিযুক্ত সজীব (২৪) নামে এক যুবককে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে সুধারাম মডেল থানা পুলিশ তাকে আটক করে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করান। তার আগে সকালে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে সজীবের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, ভোরে কাশেম বাজারে আমার নির্বাচনী অফিসে প্রবেশ করে সজীব। এসময় সে অফিসে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর ও ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে। বিষয়টি থানায় জানানোর পর পুলিশ ঘটনস্থলে পৌঁছে তাকে আটক করে।
আ.লীগ প্রার্থী অভিযোগ করে বলেন, হামলাকারী সজীব স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা পাটোয়ারী দিপুর সমর্থক।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়টি অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা পাটোয়ারী দিপু বলেন, সজীব আমার কোনো কর্মী-সমর্থক নয়। সে একজন মানসিক রোগী। নৌকার প্রার্থীর অফিসে হামলার বিষয়টি আমার জানা নেই। তবে নৌকার প্রার্থীর কর্মীরা গত কয়েকদিন আগে আমার ডিস লাইন এলাকার অফিসে ভাঙচুর করে তালা মেরে দিয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌকার কার্যালয়ে হামলার ঘটনায় আটক সজীব মাদকাসক্ত। তাকে সংশোধনের জন্য রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসিব আল আমিন/এনএফ