কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত
কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার পিরিজপুর ইউনিয়নে গজারিয়া এলাকার কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জল হোসেন (৩৭) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। আহত জামাল উদ্দিনের বাড়িও একই এলাকায়।
বিজ্ঞাপন
কুলিয়ারচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নে গজারিয়া এলাকায় অটোরিকশাকে চাপা দেয় মালবাহী ট্রাক।
এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক তোফাজ্জল হোসেন নিহত হন। অটোরিকশায় থাকা যাত্রী জামাল উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় এলাকাবাসী আহত জামালকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
বিজ্ঞাপন
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/এমএসআর