পেশা সাংবাদিকতা। কিন্তু শখ হয়েছে চেয়ারম্যান হয়ে জনসেবা করার। তাইতো তিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি হলেন মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন খানের ছেলে সাংবাদিক আইয়ুব হোসেন। তিনি প্রতিদিনের সংবাদ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক আমার দেশ ও মাইটিভির মাগুরা জেলা প্রতিনিধি ছিলেন।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলার ৬ নং কাদিরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন সাংবাদিক আইয়ুব হোসেন খান। এখানে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস।

জানতে চাইলে সাংবাদিক আইয়ুব হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি দীর্ঘ দিন ধরে ক্ষুদ্র সাধ্যের মধ্যে আমার ইউনিয়নের হতদরিদ্র মানুষকে সাহায্য-সহযোগিতা করে আসছি। এসব কাজের জন্য অনেক মানুষ আমাকে খুব ভালোবাসেন। এক সময় মনে হলো চেয়ারম্যান হতে পারলে মানুষের জন্য আরও অনেক কিছু করা সম্ভব হবে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। আশা করি আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর কল্যাণের জন্য কাজ করতে পারব।

কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গ্রামের মনোয়ার হোসেন বলেন, আমাদের এলাকার অনেক মানুষ আইয়ুব ভাইকে ভালোবাসেন। আশা করি তিনি নির্বাচিত হবেন। 

রাধানগর গ্রামের সালেহা বেগম নামে এক নারী বলেন, চেয়ারম্যান না হয়েও আইয়ুব সাহেব আমাদের জন্য অনেক কিছুই করেছেন। তাই আমরা এবার তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

একেএম/এসপি