নৌকার বিরুদ্ধে কাজ করলে দলীয় পদ থাকবে না
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশীদ ভূইয়ার সমর্থনে যুবলীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর বাজারের চাঁদনী মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে যুবলীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগের কেউ যদি নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করে তাহলে নির্বাচনের পর থেকে তার দলীয় পদ-পরিচয় থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।
বিজ্ঞাপন
কর্মী সভায় বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী খায়রুল আলম ও সুহিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহারুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যুবলীগ, ছাত্রলীগ ও তাঁতী লীগের কোনো নেতাকর্মী যদি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করে- তাহলে নির্বাচনের পর তার দলীয় পদ-পরিচয় থাকবে না। দলের পদে থেকে যে ব্যক্তি দলীয় প্রার্থীর বিরোধীতা করবেন, তিনি আত্মঘাতী এবং মনে-প্রাণে আওয়ামী লীগকে বিশ্বাস করে না। উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বিজ্ঞাপন
উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি সুহিলপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজিজুল সঞ্চয়/এসপি