ফরিদপুরের কানাইপুরে বিতর্কিত ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে না দেওয়ায় করিমপুর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। সোমবার( ১৩ ডিসেম্বর) রাতে ও মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে পৃথক দুটি মামলা করা হয়।

করিমপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শাহ ও ভবন মালিক নান্নু শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দুটি করেন।

ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, এ মামলায় পুলিশ ফাঁড়ির সিসিটিভি ফুটেজ দেখে আটজন এবং অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (১২ ডিসেম্বর) রাতে তরুণ বিতর্কিত ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে কানাইপুরের একটি ওয়াজ মাহফিলে অনুমতি না থাকায় প্রধান অতিথির বক্তব্য দিতে দেয়নি পুলিশ। এজন্য রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মাহফিলে উপস্থিত একদল লোক ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। পরে তারা পাশের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের ২২টি গুলি ছোড়ে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় পুলিশ ও ভবন মালিক বাদী হয়ে দুটি মামলা দায়ের করেছেন। মামলায় আজ দুপুর পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারে চেষ্টা  চলছে।

জহির হোসেন/এসপি