আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় লাখাই উপজেলার ৬টি ইউনিয়ন ও বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের ৩০ জন প্রার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে উল্লেখিতরা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগে তাদের তালিকা প্রেরণ করা হয়েছে। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাময়িক বহিষ্কৃতরা হলেন- লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরীফ উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম মোল্লা ফয়সল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান, যুবলীগ কর্মী জাহিদুল হাসান, মুড়িয়াউক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া তালুকদার, যুবলীগ নেতা মুকলেছুর রহমান, নোমান মিয়া, লাখাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোর্শেদ কামাল, আওয়ামী লীগ নেতা খসরু নোমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হাই কামাল, আওয়ামী লীগ নেতা এয়ার হোসেন তালুকদার, জাহারুল ইসলাম তাউস ও শেখ মুর্শেদ কামাল। 

বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, কাগাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদ মিয়া, বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এয়াওর মিয়া, খাগউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ দুলাল, হবিগঞ্জ পৌর যুবলীগ নেতা কাউসার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ইয়াহিয়া চৌধুরী, জেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক তাহির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য এনাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান, সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরান আহমেদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী মলু, জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হেলাল মিয়া, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আবদুল হেকিম ফুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম পাশা, পৈলারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন তালুকদার ও সদস্য শাহজাহান মিয়া।

মোহাম্মদ নূর উদ্দিন/আরএআর