চাঁদপুরে নৌকা প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাতের কোনো একসময় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিগধাইর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ছাত্রলীগকর্মী তারেক ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, রাতে কে বা কারা এই অফিসে হামলা ও ভাঙচুর করেছে। আমরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাতে কেউ পরবর্তীতে এমন হামলা ও ভাঙচুর করতে না পারে।
বিজ্ঞাপন
নৌকা প্রতীকের প্রার্থী মাহতাব উদ্দিন হেলাল ঢাকা পোস্টকে বলেন, আমরা রাতে অফিস বন্ধ করে বাসায় চলে গেছি। সকালে এসে দেখি অফিসে ভাঙচুর, হামলা ও লুটপাট হয়েছে। প্রতিপক্ষ গ্রুপ এই কাজ করেছে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।
এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে ভাঙচুরের কথা শুনেছি। তবে প্রার্থী কিংবা প্রার্থীর সমর্থকদের মধ্যে থানায় কেউ অভিযোগ করেননি।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এমএসআর