বিজয়ের ৫০ বছর পূর্তিতে বীর শহীদদের স্মরণে দেশজুড়ে ৫০ হাজার গাছের চারা রোপণ করেছে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেশের ৩৫০ উপজেলায় একযোগে ৫০ হাজার বৃক্ষরোপণ করা হয়। 

সংগঠনটির সব সদস্য শিক্ষার্থী। তারা টিফিনের টাকা বাঁচিয়ে বিপুল পরিমাণ এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করে।

দুপুর ১২টায় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নারায়ণগঞ্জে এ কর্মসূচি পালিত হয়। শহরের সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণের মধ্য দিয়ে সারাদেশে ব্যতিক্রমী এই কর্মসূচি মুঠোফোনে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এ সময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা সাবিনা ইয়াসমীন, প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, আরিফুল ইসলাম প্রমুখ।

লাল-সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছের চারা কিনে দেশজুড়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা প্রাঙ্গণ ও শহীদ মিনারের পাশে ৫০ হাজারের বেশি গাছের চারা রোপণ করেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল জানান, বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণেই এমন আয়োজন। সংগঠনের পক্ষ থেকে ৩৫০টি উপজেলায় প্রায় ৫০ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। তারা প্রতি বছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। সংগঠনটির পক্ষ থেকে গত ১০ বছরে এ পর্যন্ত অন্তত সাড়ে ৬ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে।

রাজু আহমেদ/আরএআর