যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান সর্দার রাকিব (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বকচর হুসতলা কবরস্থানের পশ্চিম পাশে বিষে মোড়স্থ শহিদুলের চটপটির দোকানের পাশে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান সর্দার রাকিব বকচর হুসতলা কবরস্থান এলাকার মৃত লিটু সর্দারের ছেলে।

মৃতের ছোট ভাই রাজিব সর্দার জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বিষে মোড়ে শহিদুলের চটপটির দোকানে চটপটি খেতে যায়। এ সময় অজ্ঞাতনামা ১০-১২ জন তার ওপরে হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কতর্ব্যরত চিকিৎসক মুরসালিনুর রহমান মৃত ষোষণা করেন। 

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুরসালিনুর রহমান জানান, রাকিবকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এখনও হত্যার সঙ্গে কারা জড়িত বা কী কারণে হত্যা করা হয়েছে তা জানা সম্ভব হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

জাহিদ হাসান/এসপি