রাজশাহীর বাগমারায় বেড়াতে এসে উত্তম বিশ্বাস (৪০) নামে এক ভারতীয় নাগরিক মারা গেছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেওখালি এলাকায় এ ঘটনা ঘটে।

উত্তম বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার নীলকান্ত বিশ্বাসের ছেলে। তার পূর্ব পুরুষ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা। এক বছরের ভ্রমণ ভিসায় গত ২১ অক্টোবর বাংলাদেশে আসেন তিনি।

বাগমারার তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে চেওখালি এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলের বিয়ে হয়েছে। সেই সুবাদে উত্তম বিশ্বাসের সঙ্গে তাদের পরিচয়।

বাংলাদেশে এসে সাইফুল ইসলামের বাড়িতেই উঠেন উত্তম বিশ্বাস। শুক্রবার রাতে বাড়ির পাশের মুরগির খামার সংলগ্ন ঘরে অতিথিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন সাইফুল। সেখানেই মারা যান উত্তম। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআই আব্দুর রাজ্জাক আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ভারতীয় হার্ট অ্যাটাকে মারা গেছেন। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) মর্গে নেওয়া হচ্ছে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

ফেরদৌস সিদ্দিকী/এসপি