লক্ষ্মীপুরে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে রবিন হোসেন (২০) নামে এক ইটভাটা শ্রমিক বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার (১৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার চরমটুয়া গ্রামের একটি ধানক্ষেতে গিয়ে তিনি বিষপান করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত রবিন চরমটুয়া গ্রামের হারুন চৌকিদার বাড়ির মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি পেশায় ইটভাটার শ্রমিক।

স্থানীয় সূত্র জানায়, রবিন ইটভাটায় কাজ করার জন্য অগ্রিম টাকা নিয়েছিল। কিন্তু তিনি কাজে না গিয়ে ঘোরাঘুরি করে সময় কাটাতেন। এ কারণে সকালে বড় ভাই লিটন হোসেন তাকে বকাঝকা করে। এ অভিমানে বাড়ির পাশের একটি ধানক্ষেতে গিয়ে তিনি বিষপান করেন।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুসাইন ভুলু বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসান মাহমুদ শাকিল/এসপি