ঘরে শিশুসন্তানের মরদেহ ফেলে পালালেন মা
অভিযুক্ত মা পলি বেগম
বরিশালের গৌরনদী থেকে জুবায়ের তালুকদার নামে তিন মাস ১২ দিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মা পরিবারের মঙ্গলের জন্য স্বপ্নে পাওয়া নির্দেশনা মোতাবেক নিজের সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।
তবে পুলিশ বলছে, অভিযুক্ত মাকে আটকের চেষ্টা চলছে। তাকে আটক করলেই হত্যার আসল রহস্য উদ্ঘাটন হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে গৌরনদী উপজেলার বড় দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের তালুকদার ওই গ্রামের সাগির তালুকদার ও পলি বেগম দম্পতির সর্বকনিষ্ঠ সন্তান।
স্থানীয়রা জানান, পলি বেগম তিন সন্তানের জননী। তিনি স্বপ্নে দেখেন পরিবারের মঙ্গলের জন্য তার শিশুপুত্রকে পানিতে চুবিয়ে হত্যা করতে হবে। স্বপ্নের নির্দেশনা মোতাবেক শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার তিন মাস ১২দিন বয়সী শিশুপুত্র জুাবায়ের তালুকদারকে গলা টিপে ও বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন। পরে ঘরে শিশুটির মরদেহ ফেলে পালিয়ে যান পলি। তার অন্যান্য সন্তানরা বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেন। রাতেই শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকাবাসীর দেওয়া বর্ণনায় মনে হচ্ছে শিশুটিকে তার মা পলি বেগম হত্যা করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় প্রাথমিকভাবে তাকেই সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে। পলাতক পলি বেগমকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। তাকে আটক করা সম্ভব হলে হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর