পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বামীর থেকে স্ত্রী ৬১ বছরের বড় বলে জানা গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্বামী আব্দুল হাকিমের বয়স ৪২ বছর আর স্ত্রী সালমার বয়স ১০৩ বছর ১৪ দিন। এ ঘটনায় ওই দম্পত্তি এলাকাবাসীর হাস্যরসে পরিণত হয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন।

জানা যায়, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজ মিয়ার ছেলে দিনমজুর আব্দুল হাকিম। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আব্দুল হাকিমের জন্ম ১৯৭৯ সালের ১৬ মার্চ। সে হিসেবে তার বয়স ৪২ বছর ৯ মাস ৩ দিন। অন্যদিকে সালমার জন্ম ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। সে হিসেবে সালমার বয়স ১০৩ বছর ১৪ দিন। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী সালমা স্বামী আব্দুল হাকিমের থেকে ৬১ বছরের বড়।

ভুক্তভোগী গৃহবধূ সালমা বলেন, এতে আমার কোনো সুখ-দুঃখ নেই। প্রকৃতপক্ষে আমার বয়স ৩২ বছর। সে হিসেবে আমার জন্ম তারিখ ১৯৮৮ সালের ৯ ডিসেম্বর। পরিচয়পত্র সংশোধনের জন্য অফিসে গিয়েছিলাম। তিন-চার হাজার টাকা লাগবে বলেছে। এত টাকা নেই। তাই বিষয়টি নিয়ে অযথা চিন্তা করছি না। লোকে যা বলে বলুক, কিছু করার নেই।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মো. সাবেরুল ইসলাম বলেন, স্যার ভারতে গেছেন। আগামী মাসের ৫-৬ তারিখের মধ্যে আসবেন। ওই মহিলার আইডি কার্ডের বয়স সংশোধনের জন্য পৌরসভার মেয়রের প্রত্যয়ন, সালমা বেগমের অনলাইন জন্মসনদ কপি ও স্বামীর আইডি কার্ড লাগবে। এ জন্য ব্যাংকে ৩৫০ টাকার পে-অর্ডার দিতে হবে। এ ছাড়া সঠিক বয়স প্রমাণের জন্য সিভিল সার্জনের একটা প্রত্যয়ন লাগতে পারে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন বলেন, কাগজপত্রের ত্রুটির কারণে এমন ভুল হতে পারে। ভুল হলেও অনেক আগে হয়েছে। হঠাৎ যেকোনো প্রয়োজনে বিষয়টি সামনে আসে। জেলা নির্বাচন কর্মকর্তা সরকারি কাজে বাইরে থাকায় পরবর্তীতে সংশোধন করা হবে।

মো: আবীর হাসান/আরআই