দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির একজন নোয়াখালীর জাফর আহমেদ (৩৪)। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহত জাফর আহমেদ বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের ৩ নং ওয়ার্ডের সোলমান মিয়ার বাড়ির মো. লকিয়ত উল্যা মিয়ার মেজো ছেলে। তিনি ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় যান। নিহত অন্যজন আমিনুল ইসলাম। তিনি সেখানে চাকরি করতেন।

নিহত জাফর ২০১১ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। পরিবারে আর্থিক সচ্ছলতা আনার পর সিদ্ধান্ত নিয়েছিলেন কিছুদিন পর আসবেন। বিয়ে করবেন। পাত্রীও ঠিক করা হয়েছে। এ অবস্থায় সন্তানকে হারিয়ে বাড়িতে চলছে শোকের মাতম।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন কাদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন।

নিহতের জাফর আহমেদের খালতো ভাই শাহাজাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, জাফর আহমেদ দোকানের মাল কিনে ফিরছিলেন। ওয়েস্টার্নকেপ প্রদেশের জর্জ এলাকার বোফট ওয়েস্ট নামক স্থানে হাইওয়েতে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আহসান উল্যাহ বলেন, জাফর বিয়ের জন্য স্বর্ণ কিনতে টাকা পাঠিয়েছে দেশে। জানুয়ারিতেই বিয়ের কথা ছিল।
ওর বাবা খুব অসুস্থ। ছেলের মৃত্যুর খবর শুনে আর কথা বলতে পারছেন না। পরিবারের সবার মধ্যে শোকের মাতম বইছে।

চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন বলেন, তার তিন ভাই দক্ষিণ আফ্রিকায় থাকেন। জাফরের জন্য পাত্রী দেখা হয়েছে। আগামী মাসে দেশে এলে তার বিয়ের তারিখ নির্ধারণ করার কথা ছিল। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

হাসিব আল আমিন/এনএ