নোয়াখালীর বেগমগঞ্জে বিক্রি করার সময় ফেরিওয়ালার হাত থেকে রক্ষা পেয়ে মুক্ত আকাশে উড়ল ১৪টি পাখি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাচারি বাড়ির সামনে অভিযান চালিয়ে টিয়া ও শালিকসহ বিভিন্ন প্রজাতির ১৪টি পাখি উদ্ধার করা হয়। 

অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী। 

স্থানীয় সূত্রে জানা যায়, এক ফেরিওয়ালা খাঁচায় করে টিয়া ও শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করছিলেন। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করেন। তারপর পাখিগুলো সকলের সামনে অবমুক্ত করেন এবং উপস্থিত সকলকে জীববৈচিত্র্য রক্ষায় পাখির ভূমিকা তুলে ধরেন। ফেরিওয়ালা বৃদ্ধ অসহায় হওয়ায় তাকে ১ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বন্যপ্রাণী বিক্রি করা অপরাধ তাই ফেরিওয়ালা থেকে পাখিগুলো উদ্ধার করে অবমুক্ত করেছি। বৃদ্ধ ফেরিওয়ালা হতদরিদ্র হওয়ায় আমার পক্ষ থেকে আর্থিক সহায়তা করেছি। 

হাসিব আল আমিন/এইচকে