নাটোরের বাগাতিপাড়ায় শিশু জন্মগ্রহণের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন উপহার হিসেবে মিলছে শীতের পোশাক।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) উপজেলার দয়রামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত জন্মনিবন্ধন উদ্বুদ্ধকরণ ক্যাম্পে নবজাতক শিশুর অভিভাবকদের মাঝে জন্মনিবন্ধন সনদ ও শুভেচ্ছা উপহার বিতরণ করেন নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।

উদ্বুদ্ধকরণ ক্যাম্পে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব ইসলাম মিঠুসহ অনেকে।

জেলা প্রশাসক মো. শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এ জন্য শিশুর জন্মের পরপরই দ্রুত জন্মনিবন্ধন করার জন্য সবাইকে আহ্বান জানান।

তাপস কুমার/এনএ