পাবনার আটঘরিয়া পৌরসভার মেয়র পদে পৌর নির্বাচনে বিপুল ভোটে টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম রতন।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সন্ধার পর ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসারের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আওয়ামী লীগের প্রার্থী মো. শহিদুল ইসলাম রতন ৫ হাজার ৮৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আশরাফুজ্জামান জুয়েল (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার ৩৫০ ভোট, ইশারত আলী (জগ) ৫৪৬ ভোট। 

সূত্র জানায়, পৌরসভার ৯টি ওয়ার্ডে ১২ হাজার ৯১০ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৭৭৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছে। পৌরসভায় ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাররা ভোট প্রদান করেছেন। 

নব-নির্বাচিত মেয়র মো. শহিদুল ইসলাম রতন বলেন, জনগণ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো তাদের রায় দিয়েছেন। আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পৌরবাসীর উন্নয়নে কাজ করব। শেখ হাসিনার উন্নয়নের অংশীদার হয়ে পৌরবাসীর ভাগ্য বদলে কাজ করব।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার আট ভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়। নিয়ম অনুযায়ী মো. ইশারত আলীর জামানত বাজেয়াপ্ত হবে। 

রাকিব হাসনাত/আরআই