নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষ: ৩ মরদেহ হস্তান্তর, তদন্ত কমিটি
নারায়ণগঞ্জে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়।
এদিকে দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। হতাহতের ঘটনায় পৃথক ২টি অপমৃত্যুর মামলা হয়েছে। ঢাকা রেলওয়ে থানায় রোববার (২৬ ডিসেম্বর) রাতে অপমৃত্যুর মামলা দুটি করা হয়।
বিজ্ঞাপন
অপরদিকে দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাইবান্ধার সাঘাটা থানার ঝাড়াবর্ষার ভূট্টারাম দাশ (৫২), বন্দর উপজেলার আবুল কালাম (৭৩), সদর উপজেলার ২ নং বাবুরাইল ব্যাপারী পাড়ার রিফাত হোসেন (৯) ও বন্দর থানার ঘাড় মোড়া মদনগঞ্জ গ্রামের বাসিন্দা মিসবাহ উদ্দিন (৬৫)। এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভূট্টারাম দাশ ও আবুল কালামের।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে এক পা বিচ্ছিন্ন ৯ বছরের শিশু রিফাত হোসেন মারা যায়। আজ (সোমবার) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিসবাহ উদ্দিন।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তারকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা পুলিশ, ফায়ার সার্ভিস, বিআরটিএ ও রেলওয়ে থেকে নেওয়া হয়েছে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজু আহমেদ/আরআই