বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার অধিকার ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যে নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি বানাবেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে নওগাঁর হোটেলে (মল্লিকা ইন) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর জানান, জীবন বাজি রেখে হলেও সরকারের দমন-নিপীড়ন রুখে দেওয়া হবে। ফিরিয়ে আনা হবে গণতন্ত্র। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে নওগাঁয় আজ সমাবেশ হওয়ার কথা ছিল। যেখানে গয়েশ্বরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু একই স্থানে জেলা যুবলীগ ও ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় পৌর এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে নির্ধারিত সমাবেশ বাতিল করতে বাধ্য হয় বিএনপি। 

গয়েশ্বর চন্দ্র ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নাটোরের সাবেক এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিভাগ ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলন থেকে খুব দ্রতই এ জেলায় একটি সমাবেশ করা হবে বলেও জানান বক্তারা।

মো. দেলোয়ার হোসেন/এনএ