গত মৌসুমের ৭৫ কোটি টাকা লোকসানের বোঝা নিয়েই জয়পুরহাট সুগার মিলে শুরু হয়েছে ২০২১-২২ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে চিনিকলের ডোঙায় আখ ফেলে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। 

এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) বাণিজ্যিক পরিচালক ও যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন, বিএসএফআইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মহসিন আলী মণ্ডলসহ সুগারমিলের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবার ৫৯তম মাড়াই কার্যক্রমে ৩০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৮শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, জয়পুরহাট ছাড়াও রংপুর জোনের আখ মাড়াই হবে এই মিলে। তাই মিলটি ২২ থেকে ২৫ দিন চালু থাকবে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৬ শতাংশ। শুধুমাত্র এই মিলটি গত মাড়াই মৌসুমগুলোতে লোকসান দিয়েছে প্রায় ৫৪২ কোটি টাকা।

চম্পক কুমার/আরআই