টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালিতে মারধরের ঘটনা ঘটেছে। এতে শহর ছাত্রলী‌গের সহসভাপ‌তি শান্ত শিকদার আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামনে দুইপ‌ক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। শহর ছাত্রলী‌গের অভ্যন্তরীণ কোন্দ‌লের জে‌রে এই ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে জানা গে‌ছে।

আহত শান্ত শিকদার জানান, শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠানে যাওয়ার পর সেখানে তুর্য্য নামের এক ছেলে তাকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যায়। প‌রে সেখানে থাকা শহর ছাত্রলী‌গের সহসভাপ‌তি আব্দুল্লাহ আল আ‌সিফ প্রান্তের নেতৃত্বে আমাকে মারধর করতে থাকে তারা।

এ সময় তারা আমাকে লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করেন। পরে দৌড়ে পালিয়ে যাই। এ সময় হামলাকারীরা তার মোবাইলফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন শান্ত।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হাতাহাতির বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান বলেন, র‌্যালির মিছিলের ব্যানার ধরতে যাওয়া নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে।

অভিজিৎ ঘোষ/এমএসআর